-রেডিও শহর ডেস্ক
স্বপ্নের পদ্মা সেতু হওয়াতে পুরো জাতির হৃদয়ে আনন্দ
একটি সেতু যে পরস্পরকে কতটা কাছে এনে দিতে পারে
সেটা হয়তো নতুন করে বলার কিছু নেই এক পদ্মা সেতুর জন্য আজ ২১ টি জেলার মানুষ খুব অল্প সময়ের ব্যাবধানে এপার থেকে ওপারে পাখির ডানায় উড়ে যেতে পারবে, এব পদ্মা সেতু নির্মান করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপড় গোটা জাতিই সন্তুষ্ট গোটা জাতিই যেন আনন্দিত।
তবে! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি কিন্তু রয়েই গেলো, অর্থাৎ দৌলদিয়া পাটুরিয়ায় এ পথ চলাচলকারী যাত্রীদের এটা প্রানের দাবি,
দৌলদিয়া পাটুরিয়া রুটটিতে যাতায়াত করা একজন পাঠকের মন্তব্য// আমার বাড়ি যশোর মাগুরা আমি ঢাকার মিরপুরে একটি পোষাক কারখানায় চাকুরীরত আছি, প্রতি তিন মাস পর পর আমি বাড়িতে আসা যাওয়া করি, বাড়িতে যাওয়ার সময় অফিস আমাকে দু দিনের বেশি ছুটি দেয়না, তাই আমি চেস্টা করি? ছুটি শুরুর আগের দিন ডিউটি করে সে রাতেই বাড়িতে রওনা করার জন্য, কারন? আমি যদি ছুটির দিন বাড়িতে রওনা করি! তাহলে দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাট জ্যামেই আমার কয়েক ঘন্টা সময় নস্ট হয়ে যাবে আর তাই আমি ছুটির দিন ডিউটি করে সে রাতেই বাঠিতে রওনা করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ থাকবে দৌলদিয়া পাটুরিয়া রুটে আমাদের জন্য একটি দ্বিতীয় পদ্মা সেতু নির্মান করে দেয়া হোক, এতে করে আমাদের স্বল্প সনয়ে বাড়ি যাওয়া হবে এবং স্বল্প সময়ের ছুটিও আমরা পরিবারের সঙ্গে ভালো ভাবে কাটাতে পারবো।
প্রিয় পাঠক
দ্বিতীয় পদ্মা সেতু নির্মান নিয়ে
আপনার কোনো মতামত থাকলে
এখন নিচে থাকা কমেন্টস বক্সে লিখে ফেলুন৷
ডেস্ক রিপোর্ট// GWA
আমার বাড়ি
إرسال تعليق