-রেডিও শহর ডেস্ক
বাবা আজ আমার জন্য অনেক গুলো চকোলেট নিয়ে আসবা কেমন! বাবা ঘর থেকে বের হওয়ার সময় ছোট্র জারিফ এভাবেই বাবার কাছে তার চকোলেট এর আবদার মেটায় রোজ। এবং বাবা তার শ্রম আর ঘামে উপার্জিত অর্থ দিয়ে এভাবেই ছোট্র জারিফদের বড় করে তোলেন, যে কোনো আবদার সাধ্যমত পূরন করার চেস্টা করেন এবং লেখা পড়া শিখিয়ে মানুষের মত মানুষ করার দ্বায়িত্বে থাকেন অটল। অথচ? বাবার শেষ বয়সে অনেক জারিফদের ই পাশে পাওয়া যায়না অনেক জারিফরাই বদলে যেয়ে ভূলে যায় তার! বাবা নামক বট বৃক্ষের কথা।
পৃথীবির সকল বাবার প্রতি রইলো
রেডিও শহরের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা
পৃথীবির সকল বাবারাই ভালো থাকুক সুস্থ থাকুক
সংক্ষিপ্ত লিখনি
Ganwala asif
ডেস্ক রিপোর্ট // GWA
একটি মন্তব্য পোস্ট করুন