//ডনকে এবার হিরো হিসেবে দেখবে সবাই//

//ডনকে এবার হিরো হিসেবে দেখবে সবাই//

-রেডিও শহর ডেস্ক 

বাংলাা চলচিত্রের খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম ওরফে ডনকে এবার হিরো হিসেবে দেখা যাবে - বাংলা সিনেমার এ ভিলেন৷ এর ঝুলিতে সিনেমার সংখ্যা অনেক তবে তার উল্লেখযোগ্য  সিনেমার৷ মধ্যে কেমামত থেকে কেয়ামত সিনেমায় পার্শ ভিলেন চরিত্র অভিনয় করে চলচিত্রে তিনি নিজ অবস্থান পোোক্ত করে নেন৷ 

সম্প্রতি তিনি
ও বাবুরে শিরোনামের একটি
মিউজিক ভিডিতে হিরো হিসেবে অভিনয় করতে যাচ্ছেন
এবং ও বাবুরে শিরোনামের মিউজিক ভিডিওতে তাকে  ডিফরেন্ট লুকে দেখা যাবে। 

প্রিয় পাঠক
আপনার প্রিয় অভিনেতাকে নিয়ে
নিজ মতমতা নিচের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন৷ 

ডেস্ক রিপোর্ট 
GWA


Post a Comment

নবীনতর পূর্বতন