-রেডিও শহর ডেস্ক
একটি সেতু যে! দু পারের মানুষকে কতটা কাছাকাছি নিয়ে আসতে পারে, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। আজকের দিন বা যুগে! আমরা স্বল্প সময়ে একে অপরের কাছে যেতে পারি আধুনিক নির্মান ব্যাবস্থার ন্যায় এবং ডিজিটাল নেটওয়ার্কের ন্যায়, তবে! আমাদের পূর্ব পুরুষদের যাতায়াত ব্যাবস্থা কিন্তু এতটা সহজ ছিলোনা এবং সেটা আমরা সকলেই জানি।
অবশেষে সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে ( আজ ) ২৫ জুন ২০২২ এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে দিলেন স্বপ্নের পদ্মা সেতু....
এ সেতু দ্বারা মানুষ সর্বমোট ২১টি জেলায় নির্বঘ্নে যাতায়ত করে তাদের সময় বাচাতে সক্ষম হবে, যেমনঃ
খুলনা বিভাগেরঃ খুলনা-বাগেরহাট-যশোর-সাতক্ষীরা-নড়াইল- চুয়াডাঙ্গা - কুস্টিয়া-মেহেরপুর-মাগুরা এবং ঝিনাইদহ
তবে সবচেয়ে বেশি উপকৃত হবেন বরিশাল বিভাগের কিছু জেলা - এসব জেলার মানুষকে আর লঞ্চে করে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আর ঢাকায় আসতে হবেনা এসব জেলার মধ্যে!
ভোলা-পটুয়াখালী-পিরোজপুর-বরগুনা এবং ঝলকাঠি
ঢাকা বিভাগের মধ্যেঃ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ী এবং কি মুন্সীগন্জের মানুষও পদ্মা সেতু দ্বারা অবাধ যাতায়াত সুবিধা পেয়ে থাকবেন
এবং পদ্মা সেতুর মাধ্যমে থাকছে!
দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ্সড়ক সহ রেল ব্যাবস্থা সুবিধা
স্বপ্নে যাবে বাড়ি এবার....
প্রিয় পাঠক স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে!
আপনার মূল্যবান মতামতটি
নিচে থাকা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন।
ডেস্ক রিপোর্ট
GWA
إرسال تعليق