-রেডিও শহর ডেস্ক
মানবিক হৃদয় গঠন হৃদয়ে।
➖➖➖➖➖➖➖➖➖➖
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
মা বলতেন!শোন বাবা!যখন রিকশায় উঠবি!
রিকশা ওয়ালার সাথে ভাড়া নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবিনা- কখনো করিনি এবং সব সময় চেস্টা করি কিছু টাকা বাড়িয়ে দেয়ার জন্য, কখনো পেছনে বসে সামনে থাকা রিকশা চালানো মানুষটির ঘামে ভেজা শার্ট এর দিকে লক্ষ্য করেছেন কি!হয়তো করেছেন হয়তোবা করেননি,কিন্তু!আমি সব সময় লক্ষ্য করি
কেনো করি জানেন!কারন আমি জানি!এ মানুষটি তার
পরিবারের মুখে সামান্য ডাল ভাতের জোগান দিতে এতটা পরিশ্রম করছেন, এই মানুষ গুলোর হাসি মুখ দেখা ভীষন রকম সহজ, চুক্তি করা ভাড়ার চেয়ে দশ বিশটি টাকা বাড়িয়ে দিয়ে জাস্ট বলুন! মামা খুশিতো নাকি কম হয়ে গেলো, আপনার এমন কথার পর দেখবেন!
কোটি টাকার হিরেসম এক টুকরো হাসি দিয়ে বলবে! না মামা খুশি আছি আল্লাহ আপনার ভালা করুক।
রাস্তায় ভিক্ষে করা ছোট ছোট বাচ্চাদের দেখে
মনে হয়,ওদের জন্যও কিছু একটা করি কিন্তু?
বিধিবাম!একার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনা।
হয়তো অনেকের মুখে হাসি ফোটানো
একার পক্ষে সম্ভব হবেনা,তবে আমরা
চাইলেই কিন্তু পারি!সামান্য কিছু ভাড়া বাড়িয়ে দিয়ে কোটি টাকার হিরেসম হাসি হাসি মুখখানা তার দেখিতে
( দান )
দান এমন একটি বিষয়!
যে বিষয়টির সাথে মহান আল্লাহ পাকের অশেষ
রহমত যুক্ত থাকে বরকত যুক্ত থাকে, আমাদের
সকলেরই উচিত নিজ স্বামর্থের জায়গা থেকে এসব
অসহায় মানুষদের পাশে দাড়ানো এবং ভালোবাসার হাত বাড়িয়ে অসহায়দের ছায়া হওয়া, মানুষ হোক মানুষের জন্য জীবন হোক জীবনের জন্য মানবিক হোন মানুষকে ভালোবাসুন এবং মানবতার আলো ছড়িয়ে দিন নিজ কর্ম দ্বারা সকল মানুষের হৃদয়ে-আজ আপনি যদি কোনো অসহায় মানুষের বিপদে পাশে দাড়ান কাল আপনি যখন বিপদে পড়বেন!তখন মহান আল্লাহ পাক আপনার! পূর্বের ভালো কাজের পুরস্কার স্বরুপ সামনে আসা বিপদ তার রহমত দ্বারা দূর করে দিয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে নিবেন ইনশাআল্লাহ-মানবতা জাতপাত ধর্ম বর্নের উর্ধে মানবতা প্রানের কল্যানে পূন্য এক শব্দের নাম।
ডেস্ক রিপোর্ট
লেখাঃ Ganwala asif
إرسال تعليق