//চলচিত্রে ৫০ বছর চিত্র নায়ক আলমগীর //

//চলচিত্রে ৫০ বছর চিত্র নায়ক আলমগীর //


-রেডিও শহর ডেস্ক
 

তিনি একজন সুপার মেগাস্টার ঢালিউডে তার রাজত্ব ছিলো রাজার মত, তিনি যে সিনেমা করতেন সে সিনেমাই হতো সুপার ডুপার বাম্মার হিট....


হ্যা!
বলছিলাম চিত্র নায়ক আলমগীর সাহেবের কথা 
যিনি কিনা তার সময়কার বাঘা বাঘা হিরোর সাথে
কাধে কাধ  মিলিয়ে সিনেমা করে চলচিত্র ইনড্রাজট্রজি
টিকিয়ে রেখেছেন তার ক্যারিয়ার ( অভিনয় দক্ষতার মাধ্যমে )  

তার অভিনিত অনেক সিনেমার মধ্যে! ভাত দে সিনেমাটি সে সময়! দারুন ব্যাবসা সফল হয়েছিলো এবং সিনেমা প্রেমিরা সে সিনেমাটি দেখে আবেগে আপ্লুত হয়েছিলো.....

বাংলা চলচ্চিত্রকে যারা একইসঙ্গে অভিনয়, নির্মাণ ও প্রযোজনা দিয়ে সমৃদ্ধ করেছেন তাদেরই একজন নায়ক আলমগীর সাহেব। বিগত পাঁচ দশক ধরে তিনি তাঁর অসাধারণ অভিনয় সত্তায় মুগ্ধ করে যাচ্ছেন আমাদের। 

চলচ্চিত্র ক্যারিয়ারে চির সবুজ এই নায়কের ‘‘গৌরবময় ৫০ বছর’’ পূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন।

ডেস্ক রিপোর্ট 

Post a Comment

أحدث أقدم