//১৭৫৭ সালের কান্না আজ শোনা যায়//

//১৭৫৭ সালের কান্না আজ শোনা যায়//


-রেডিও শহর ডেস্ক
 

কে তাকে আশা দিবে কে তাকে ভরসা কে বাচাবে মোর বাংলা
এমন আকুতি ভরা কন্ঠে শেষ নবাব তার শেষ বানীতে আজ অবধি বাংলার প্রানে বাংলার গানে বেচে আছেন হয়তো আজীবন বেচে থাকবেন তার দেশ প্রেমে জীবন দেয়া আত্ব ত্যাগের সম্মানে। 

ঐতিহাসিক পলাশী যুদ্ধের ময়দানে হাতির পিঠে বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। 
.
আজ ২৩শে জুন ঐতিহাসিক পলাশী যুদ্ধের দিন। ১৭৫৭ সালের আজকের দিনেই  মুর্শিদাবাদ থেকে ৩০ মাইল দূরে ভাগিরথী নদীর পলাশীর আমবাগানে সন্ধ্যার সঙ্গে সঙ্গে ডুবে গেল  বাংলার বিহার উড়িষ্যার স্বাধীনতার শেষ সূর্যটি। স্বাধীন বাংলা ঢেকে গেল পরাধীনতার চাদরে।  যে পরাধীনতার চাদর মোড়ানো ছিল দীর্ঘ ১৯০ বছর।

ডেস্ক রিপোর্ট  

Post a Comment

أحدث أقدم