//স্টার জলসার মা নাটকের ১৩ বছর পূর্ন//

//স্টার জলসার মা নাটকের ১৩ বছর পূর্ন//


-রেডিও শহর ডেস্ক
 

তোমায়  ছাড়া ঘুম আসেনা মা....

স্টার জলসার মা নাটকের মা গানটি তখনকার সময় অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিলো, এবং নাটকের এ টাইটেল সংটি নাটকটিকে জনপ্রিয়তার শীর্ষে পৌছে দিয়েছিলো অল্প সময়ের ব্যাবধানে....

এ নাটকের মা চরিত্রে অভিনয় করে অভিনেত্রী তিথিও অভিনয় দক্ষতার  প্রমান দিয়েছিলেন // নাটকটি প্রযোজনা করেছিলেন শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনি এবং নাটকটি নির্মিত হয় ভেঙ্কটেশ  ফিল্মস এর ব্যানারে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এমন একটি প্রডাকশন!  যারা কিনা  টিভি সিরিয়াল সহ টলি বাংলায় অনেক সুপার ডুপার বাম্পার হিট সিনেমা উপহার দিয়েছিলেন তখন এবং তারা এখনও তাদের! কাজের ধারাবাহিকতা ধরে রেখেছে সে সময়ের মত//


মা নাটকটি  ১৯ অক্টোবর ২০০৯ এ শুরু হয়ে  ৩ আগস্ট ২০১৪ তে শেষ হয়// তবে শোনা যায়! মা নাটকটি শেষ হবার পর নাকি দর্শক মহল থেকে এ নাটকের সিজন ২ শুরু করার অনুরোধ ছিলো, তবে সেই অনুরোধ প্রযোজনা প্রতিষ্ঠান আর রাখেননি।

নাটক এর গল্প লিখেছেন // কাজরী

চিত্রনাট্য// সুদীপ ও সৌম্যভ

সংলাপ// প্রীতিকণা পাল রয়

পরিচালক// স্বুশান্ত দাস - দেবীদাস

অভিনয়// তিথি বসু - মহুয়া হালদার ( মা - মেয়ে ) 

এবং  অন্যান্য

মা গানের কন্ঠ শিল্পী// মাধুরা ভট্টাচার্য 

এবং মা গানটির সুরওকার ছিলেন এ সময়ের হিট মিউজিক ডিরেক্টর এবং কন্ঠ শিল্পী  জিৎ গাঙ্গুলী 


তো বন্ধুরা!

১৩ বছর আগে প্রচার হওয়া

মা নাটকটি নিয়ে যদি আপনার কোনো স্বৃতি থেকে থাকে তাহলে সেটা নিচে গিয়ে কমেন্টস করে জানাতে পারেন। 


ডেস্ক রিপোর্ট 

Ganwala asif










Post a Comment

أحدث أقدم