কে বেশি জনপ্রিয় গায়ক!

কে বেশি জনপ্রিয় গায়ক!


-রেডিও শহর ডেস্ক
 

কথায় আছে কন্ঠে নাকি কোকিল পাখিই রাজা....


১// এপার বাংলা অর্থাৎ বাংলাদেশের হিরো আলমের ব্যাপারে আমরা সকলেই কম বেশি জানি! যিনি কিনা এক সময় চানাচুর ফেরি করে বেড়াতেন তারপর ডিস ব্যাবসার পাশা পাশি তিনশোরও অধিক মিউজিক ভিডিও করে প্রথম টেলিভিশন সাক্ষাৎকারেই ভাইরাল হয়েছিলেন এবং এখন তিনি কমেডি অভিনয়ের  পাশা পাশি বাংলা গান সহ বিভিন্ন ভাষার গান গেয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেয়ার চেস্টা চালিয়ে যাচ্ছেন তবে ইউটিউব ফেসবুকে হিরো আলমের গান শুনে তার ভক্তরাও বেশ আনন্দিত হন এবং অনেকেই সেখানে নানান রকম গালি গালাজ সহ গান না করার উপদেশও দিয়ে থাকেন তাকে। 


২// রানা ঘাটের রানু মন্ডল,  রানু মন্ডল এক সময় রানা ঘাট রেলওয়ে স্টেশনে নাকি পাগলের মত দিন কাটাতেন এবং মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে খেতেন কিন্তু কথায় আছে? বিধির বিধান বোঝা বড়ই কঠিন এবং হয়েছেও সে রকম, কোনো এক ইউটিউবার রানু মন্ডলের চিকন গলার গান রেকর্ড করে ছেড়ে দেয় ইউটিউব ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যম গুলো ব্যাস তারপর খুলে যায় রানু মন্ডলের ভাগ্য ফটক এবং সে এক সময় হিমেশ রেশ মিয়ার কম্পোজিশনে  গানও করে ফেলেন তার সাথে। 


৩/// ভূবন বাদ্যকরের কথা তো সকলেরই জানা

যিনি কিনা কাচা বাদাম গান গেয়ে বাদাম  বিক্রি করতেন এবং ছোট্র ঝুপড়ি ঘরে তার পরিবার নিয়ে বসবাস করতেন, ভুবন বাদ্যকরেরও একজন কন্টেন্ট ক্রিয়েটরের কল্যানে ভাগ্যের ফটক ধপাস আওয়াজ খুলে ছিলো এবং এখন পর্যন্ত তিনি তার ভাইরাল অবস্থান কাচা বাদাম সহ অন্যান্য গান গেয়ে ধরে রেখেছেন। 


৪// এইতো মাত্র কদিন হলো! একজন কন্টেন্ট ক্রিয়েটরের কল্যানে কেকের গান গেয়ে ভাইরাল হলেন স্ট্রিট সিংগার মিলন,  মিঃ মিলন বাবুও তার মা বাবা এবং তার পরিবার নিয়েই বসবাস করছেন,  এবং ট্রেনে গান গেয়ে যে টাকা তিনি উপার্জন করেন সেই টাকা দিয়েই চলে মিলন বাবুর সংসার এখন শুধু দেখার অপেক্ষা  উপড়ের তিনজনের চেয়ে মিঃ মিলন বাবু কতটা উপড়ে যেতে পারেন! 


প্রিয় পাঠক

এই চারজন শিল্পীর মাঝেলং টাইম টিকে থাকার মত কন্ঠ কার আছে সেটি কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেননা।


বিনোদন ডেস্ক 

Ganwala asif

Post a Comment

Previous Post Next Post