-রেডিও শহর ডেস্ক
এবার নয়ন বন্ড রিফাত শরীফ ও বরগুনার আলোচিত মিন্নির জীবন গল্প অবলম্বনে আসছে ( পরান ) সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক রায়হান রাফি এবং সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরিমনির বর্তমান স্বামী শরিফুল রাজ বিদ্যা সিনহা মিম সহ অন্যান্য অভিনয় শিল্পীরা।
সিনেমাটি মুক্তির কথা ছিলো ২০২০ সালের বিশ্ব ভালোবাসা দিবসে কিন্ত করোনা মহামারীর কারনে সে বছর সিনেমা রিলিজ বন্ধ রাখা হয় এবং দু বছর পর সিনেমাটি মুক্তির ঘোষনা দেয় সিনেমা সংশ্লিষ্ট ব্যাক্তিরা, সব কিছু ঠিকঠাক থাকলে! আসছে কোরবানির ঈদে অনন্ত জলিলের দিন দ্যা ডে সিনেমার সাথে সিনেমা পরান মুক্তি দেয়া হবে।
বিনোদন ডেস্ক
Ganwala asif
Post a Comment