//শ্রদ্ধাঞ্জলি // শক্তিমান অভিনেতা শওকত আকবর//

//শ্রদ্ধাঞ্জলি // শক্তিমান অভিনেতা শওকত আকবর//


-রেডিও শহর ডেস্ক
 

💐শ্রদ্ধাঞ্জলি💐

শওকত আকবর

জন্মঃ ৭ মার্চ, ১৯৩৭। 

মৃত্যুঃ ২৩ জুন, ২০০০।


তিনি বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা। ১৯৬৪ সালে এইতো জীবন’ ছবির মাধ্যমে রূপালি জগতে প্রবেশ করেন।


শওকত আকবর মূলত নায়ক এবং সহ-অভিনেতা দুটো চরিত্রেই অভিনয় করে থাকলেও সহ অভিনেতা হিসেবে বেশি পরিচিত, এছাড়া তিনি বহু ছবিতে রাজার চরিত্রে অভিনয় করেছেন।


ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। বেদের মেয়ে জোসনা ছবিতে রাজার চরিত্রে অভিনয় এখনও মানুষের মনে দাগ কেটে আছে।


১৯৬৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শওকত আকবর বাংলা ও উর্দু মিলিয়ে আড়াইশ’ ছবিতে অভিনয় করেন।


প্রাথমিক জীবনঃ

শওকত আকবরের শৈশব কাল কেটেছে কলকাতার হুগলীতে। স্কুলজীবনে তিনি হুগলি স্কুলে পড়াশোনা করেন। তার পিতা ছিলেন হুগলির ইসলামিক কলেজের প্রভাষক। স্কুলজীবন থেকেই সিনেমা দেখার পর অভিনয়ের প্রতি অনেকটা আসক্তি হয়ে পরেন। স্কুলজীবনে তিনি স্টেজে অভিনয় শুরু করে দেন। প্রথম ‘দেবদাস’ নাটকে অভিনয় করেন। তখন তার বয়স ছিল প্রায় ১৫ বছর। সে সময় শওকত আকবর হুগলিতে ছিলেন।


১৯৫০ সালে বর্ধমান জেলায় হিন্দু-মুসলমান দাঙ্গা শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে তৎকালীন পূর্ববাংলার ঢাকায় চলে এলেন। ম্যাট্রিক পাস করেন ১৯৫২ সালে। এর পরের বছর মেডিকেল কলেজে এলএমএফ কোর্সে ভর্তি হন। চিকিৎসা শাস্ত্রে পড়ালেখা করার পরও শেষ পর্যন্ত তিনি অভিনয়কে বেছে নিলেন এবং হলেন বাংলা চলচ্চিত্রের একজন প্রতিতযশা অভিনেতা।


মৃত্যুঃ

১৯৩৭ সালে জন্মগ্রহণ করা এই কিংবদন্তী অভিনেতা ২০০০ সালের ২৩ জুন লন্ডনে মারা যান। লন্ডনেই মুসলিম কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। 


ডেস্ক রিপোর্ট 

Ganwala asif

Post a Comment

নবীনতর পূর্বতন