মুক্তি পেলো গায়িকা বিয়ন্সের নতুন গান | Beyoncé Break My Soul

মুক্তি পেলো গায়িকা বিয়ন্সের নতুন গান | Beyoncé Break My Soul

গত সপ্তাহেই  নতুন অ্যালবাম প্রকাশের কথা ঘোষণা দিয়েছিলেন গায়িকা বিয়ন্স নোয়েলস । আর সপ্তাহ পেরোতেই  তিনি ওই অ্যালবামের একটি গান ভক্ত-শ্রোতাদের জন্য প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গান প্রকাশের ঘোষণা দেন বিয়ন্সে নিজেই।

জানা গেছে, ‘ব্রেক মাই সোল’ শিরোনামের এই গানটি আসছে ২৯ জুলাই প্রকাশ হতে যাওয়া ‘রেনেসাঁ’অ্যালবামের প্রথম প্রকাশিত গান।

এর আগে, ২০২০ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক প্যারেড’ ছিলো বিয়ন্সের সর্বশেষ একক গান যা জুনটিনথ দিবস উপলক্ষে প্রকাশ করা হয়। বিয়ন্সের সর্বশেষ প্রকাশিত পূর্ণ অ্যালবাম ছিলো ২০১৬ সালের ‘লেমোনেড’।

-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

Previous Post Next Post