বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানের উপস্থাপক আফরান নিশো | Afran Nisho | Radioshohor

বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানের উপস্থাপক আফরান নিশো | Afran Nisho | Radioshohor

বাংলা নাটকএর জনপ্রিয় মুখ অভিনেতা আফরান নিশো। এই মুহুর্তে ওয়েব প্ল্যাটফর্মেও নিজের দাপট দেখিয়ে যাচ্ছেন তিনি। তবে এবার ভিন্ন আঙ্গিকে দর্শকের সামনে আসছেন আফরান নিশো। এবার তাকে দেখা যাবে উপস্থাপকের ভূমিকায়। তাও আবার বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’তে।

প্রতি ঈদের দিনই বিটিভির বিশেষ আকর্ষণ থাকে আনন্দ মেলা। আসন্ন কুরবানী ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এই আয়োজনের সবচেয়ে বড় চমক থাকছে  আফরান নিশোর উপস্থাপনায়। যে কাজটি সামলাবেন আফরান নিশো।

ঈদ আনন্দ মেলার একটি অংশে দেখা যাবে আলোচিত চিত্রনায়িকা পরীমণী ও তার স্বামী-অভিনেতা শরিফুল রাজ। উপস্থাপক নিশোর মুখোমুখি হয়ে তারা আনন্দঘন আড্ডায় মেতে উঠবেন। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বিটিভি।

উপস্থাপনার জন্য আফরান নিশো তার অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন। এর মাধ্যমে মাতিয়ে তুলবেন পুরো অনুষ্ঠান। আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ।

এবারের আনন্দ মেলার জন্য একটি থিম সং তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা।  থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা। এছাড়াও রয়েছে নিশিতা বড়ুয়া,  সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে একটি মৌলিক গান।

সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার সিনেমার জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে। এছাড়াও থাকছে সমসাময়িক বিষয়ের ওপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা।

-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

নবীনতর পূর্বতন