মুক্তি পেলো তাহসানের যত ভুল | Tahsan Khan New Song | Piran Khan | Joto Bhul | Radioshohor

মুক্তি পেলো তাহসানের যত ভুল | Tahsan Khan New Song | Piran Khan | Joto Bhul | Radioshohor



তাহসান রহমান খান মানুষের কাছে প্রথমত পরিচিতি পেয়েছিলেন গায়ক হিসেবেই। বহুবছর ধরেই গানের জগতে তিনি আছেন এবং সাম্নেই থাকবেন, উপহার দিয়েছেন অনেকগুলো শ্রোতাপ্রিয় গান তার উল্লেখযোগ্য গান - প্রেমাতাল,ইর্ষা,প্রেম তুমি ইত্যাদি। গায়ক তাহসান এখন নায়কও। সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। একই সাথে অনেক নাটকেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে । অভিনয় করে থাকলেও গান থেকে দূরে সরে যাননি একদমই। সুযোগ পেলেই ভক্তদের নতুন গান উপহার দিয়ে থাকেন। 



 এই যেমন শনিবার (২১ মে) প্রকাশ পেয়েছে তাহসানের নতুন গান ‘যত ভুল’। গায়ক নিজেই ফেসবুক পেজে গানটির লিংক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন গান... বেঁচে থাকুক কিছু গান।’ তাহসানের কথা থেকেই বোঝা যাচ্ছে গানটি তিনি ভালোবাসা নিয়েই গেয়েছেন। এরইমধ্যে ভক্তরাও গানটির প্রতি নিজেকের ভালোলাগার কথা জানাচ্ছেন। গানটি ব্যবহৃত হয়েছে মূলত প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ ভার্সেস ক্রাস ২’ শিরোনামের নাটকে। যেখানে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন পিরান খান। 

 তাহসানের শেয়ার করা গানটির কমেন্ট বক্সে পিরান লিখেছেন, ‘গানটা যখন ২০২০ সালে লিখছিলাম তখন মনের মাঝে একটা স্বপ্ন ছিল গানটা আপনার গলায় খুব ভালো মানাবে ভাইয়া। আজকে ২ বছর পর হলেও স্বপ্ন সত্যি হলো। আশা করি সবার গানটি ভালো লাগবে এবং সবাই আপন করে নেবেন।’ উল্লেখ্য, নাটকে ব্যবহার ছাড়াও ‘যত ভুল’ গানটি আলাদাভাবে প্রকাশ করা হয়েছে ইউটিউবে ‘সিডি চয়েস’ চ্যানেলে। প্রযোজনা করেছেন জহিরুল ইসলাম সোহেল। গানটি নিয়ে তিনিও দারুণ আশাবাদী।

-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

أحدث أقدم