হাতে আশীর্বাদের আংটি, মনে আনন্দ আর মুখে উৎফুল্লতা – কোন একজন সুদর্শন পুরুষের হাত জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন সোনাক্ষী সিনহা। তাহলে কী বিয়ে করছেন অভিনেত্রী? নেটজনতাদের বক্তব্য, সত্যি ঘটনা নাকি পাবলিসিটি?
আঙুলে সুসজ্জিত বড় একটি হীরের আংটি, দর্শকদের উদ্দেশ্যে ছবি পোস্ট করলেন সোনাক্ষী। ক্যাপশনে lলিখেছেন, একটি বড়দিন আমার জন্য। বহুদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে অবশেষে। আপনাদের সঙ্গে সুখবর শেয়ার না করা পর্যন্ত শান্তি হচ্ছে না। বিশ্বাস করতে পারছি না এত সহজে হয়ে গেল।
তবে এই ছবি শেয়ার করার পর অনুরাগীদের তরফে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ‘এ বিশ্বাসযোগ্য নয়’! আবার কেউ বলছেন, ‘সম্পূর্ণ পাবলিসিটি! শুধুই দেখনদারি’। আবার কেউ বললেন, ‘এটা কিনেছেন? না, অন্য কিছু মনে হচ্ছে’। তবে বলিউডের সহকর্মীদের থেকে মিলেছে অসংখ্য শুভেচ্ছা। নেহা ধুপিয়া লিখলেন, সোনা তোমায় অনেক শুভেচ্ছা। শিবানী দান্দেকর লিখলেন, অনেক ভালবাসা।
বেশ কিছুদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী।
কিছু ছবিও শেয়ার করেছিলেন সোনা। যদিও সম্পূর্ন বিষয়টিকে গুজব বলেই উড়িয়েছেন জাহির। বলেছিলেন, এখন সব সয়ে গেছে। লোকে যা ভাববে ভাবুক! যদি মনে হয় ওর সঙ্গে থাকলে খুশি হবেন তবে আপনাদের জন্য ভাল। আবার না ভাবলে আমার কিছুই করার নেই।
-রেডিও শহর ডেস্ক
إرسال تعليق