এবার সাউথের ছবিকে এক হাত নেবে বলিউড! মুক্তির আগেই আন্তর্জাতিক স্তরে সাফল্য পেল রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্র | Ranbir Kapoor Movie News | Aliya Bhatt Movie News

এবার সাউথের ছবিকে এক হাত নেবে বলিউড! মুক্তির আগেই আন্তর্জাতিক স্তরে সাফল্য পেল রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্র | Ranbir Kapoor Movie News | Aliya Bhatt Movie News




অয়ন মুখার্জী (Ayan Mukherjee) পরিচালিত রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’ (Bramhastra)। আর এটাই রণবীর আলিয়ার একসাথে অভিনীত প্রথম সিনেমা হতে যাচ্ছে। এছাড়া এই সিনেমার হাত ধরেই শুরু হয়েছিল তাদের রূপকথার প্রেমের কাহিনী। জানা গেছে এই সিনেমায় রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া ভাটের চরিত্রের নাম রাখা হয়েছে ইশা।

এই ছবিতে রণবীর আলিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন বলিউড এর সাহেন শাহ অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। জানা যাচ্ছে, ২০২২ সালের  মানে এই বছরেরই ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমাটি। তবে মুক্তির আগেই ইতিমধ্যেই বিশ্বব্যাপী রেকর্ড ভেঙ্গেছে এই সিনেমাটি! জানা যাচ্ছে ওয়াল্ট ডিজনির আন্তর্জাতিক ক্ষেত্রে রিলিজ করা প্রথম ভারতীয় সিনেমা হতে চলেছে এই ‘ব্রক্ষ্মাস্ত্র’।


পরিচালক অয়ন মুখার্জীর এই ব্রহ্মাস্ত্র ট্রিলজি বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অসাধারণ কাস্টিংয়ের পাশাপাশি এই এপিক ড্রামার অপূর্ব ভিজ্যুয়াল দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা। এসবের মধ্যেই এই ব্রহ্মাস্ত্র সিনেমার মুকুটে জুড়ছে নতুন পালক। 

আর সেদিক দিয়ে চিন্তা করতে গেলে মুক্তির আগেই নতুন রেকর্ড তৈরি করেছে এই সিনেমাটি। কারণ ওয়াল্ট ডিজনির পক্ষ থেকে এটাই সর্ব প্রথম ভারতীয় সিনেমা যেটি আন্তর্জাতিক পরিধীতে পৃথিবীব্যাপী মুক্তি পেতে চলেছে। যা নিঃসন্দেহে ভারতীয় সিনেমার ইতিহাসে এক গর্বের মুহুর্ত। 

-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

নবীনতর পূর্বতন