নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন | Pallabi Dey Death News | Pallabi Dey News

নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন | Pallabi Dey Death News | Pallabi Dey News



ভারতের কলকাতার  সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে এর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে রবিবার সকালে গড়ফার একটি ফ্ল্যাটে থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

পল্লবী দে ‘আমি সিরাজের বেগম’ সিনেমায় লুৎফা’র চরিত্রে অভিনয় করে বেশ সাড়া জাগিয়েছিলেন। এছাড়া ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন বলে জান যায়।

ওই ফ্ল্যাটেই প্রেমিকের সঙ্গে লিভ ইন টুগেদার রিলেশনশিপ এ থাকতেন পল্লবী। মৃত্যুর ঘণ্টাখানেক আগেও নেটমাধ্যমে সক্রিয় ছিলেন এই অভিনেত্রী।

আরও জানা গেছে, রবিবার সকালে গড়ফার ওই ফ্ল্যাট থেকে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার সঙ্গী। এরপর পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে তার মৃত্যু হয়েছে সে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অনেকেই বলছে এটা সুইসাইড, আবার অনেকেই বলছেন এটা পরিকল্পিত খুন। 


মুল সুত্রঃ আনন্দ বাজার 


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

أحدث أقدم