‘কেজিএফ ৩’ আসছে নিশ্চিত, থাকছেন প্রভাস-এনটিআরও! | KGF 3 News | Prabas | Rockstar Yash

‘কেজিএফ ৩’ আসছে নিশ্চিত, থাকছেন প্রভাস-এনটিআরও! | KGF 3 News | Prabas | Rockstar Yash

‘কেজিএফ ৩’ আসছে নিশ্চিত, থাকছেন প্রভাস-এনটিআরও!

ভারতীয় সিনেমায় নতুন বিস্ময়ের নাম ‘কেজিএফ’। সিনেমাটির দুটি পর্ব মুক্তি পেয়েছে। গত মাসের ১৪ এপ্রিল মুক্তি পায় ‘কেজিএফ ২’ সিনেমাটি। যেটা শুধু ভারতে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রিতিমত তাক লাগিয়ে দিয়েছে। ১০০ কোটি বাজেটে নির্মিত এই সিনেমা প্রায় ১২০০ কোটি রুপি আয় করে ফেলেছে।

‘কেজিএফ ২’ মুক্তির পর থেকেই গুনজন শোনা যাচ্ছিলো, ‘কেজিএফ ৩’ আসবে। তবে সিনেমাটির সংশ্লিষ্ট কেউ বিষয়টি নিয়ে মুখ খুলছিলেন না। অবশেষে জানা গেল, ‘কেজিএফ ৩’ আসছে এটা একেবারেই নিশ্চিত। চমকপ্রদ খবরটি জানিয়েছেন সিনেমাটির প্রযোজক বিজয় কিরাগান্দুর।

তিনি জানান, নির্মাতা প্রশান্ত নীল চাইছেন, ‘কেজিএফ’কে হলিউডের মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মতো একটি ফ্র্যাঞ্চাইজ বানাতে। অর্থাৎ ‘কেজিএফ ৩’তে যশের সঙ্গে আরও একাধিক তারকাকে দেখা যাবে।

এই ঘোষণার পরই গুঞ্জন ছড়িয়েছে, যশের সঙ্গে চমক হিসেবে যোগ দিতে পারেন বাহুবালী খ্যাত প্রভাস ও জুনিয়র এনটিআরের মতো জম জমাট সুপারস্টাররা। এ নিয়ে ভক্ত মহলে ব্যাপক আলোচনা চলছে ইতিমধ্যে। যদিও প্রভাস-এনটিআরের ব্যাপারে এখনো কোনো ইঙ্গিত দেননি সংশ্লিষ্টরা।

‘কেজিএফ’-এর দুটি সিনেমা প্রযোজনা করেছে হোমবেল ফিল্মস। এই প্রতিষ্ঠানের কর্ণধার বিজয় আরও জানান, আগামী অক্টোবর থেকে শুরু হবে ‘কেজিএফ ৩’ সিনেমার শুটিং। দীর্ঘ এক বছরের বেশি সময় নিয়ে হবে এর কাজ। এরপর ২০২৪ সালে সিনেমাটি মুক্তি পাবে।



-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

নবীনতর পূর্বতন