পরীমণির উন্মুক্ত বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন নিজেই | Pori Moni Baby Bump

পরীমণির উন্মুক্ত বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন নিজেই | Pori Moni Baby Bump



গতকাল  ৮ মে ছিল বিশ্ব মা দিবস। বিশেষ এই দিনটিতে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন পৃথিবীর সকল প্রান্তের সকল মানুষ। তবে একটু ব্যতিক্রমভাবে মা দিবস উদযাপন করেছেন চিত্রনায়িকা পরীমণি ও তার স্বামী শরিফুল রাজ। নিজের উন্মুক্ত বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি প্রথমবারের মত।

রোববার (৮ মে) ফেসবুকে ছবিটি আপলোড করেন পরী মনি। যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি আর শরিফুল ইসলাম রাজ। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন তিনি। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

ছবিটির ক্যাপশনে পরীমণি জানান, তিনি বর্তমানে গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন। সঙ্গে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

পরী ও রাজের স্নিগ্ধ এই ছবি দেখে রিতিমত মুগ্ধ হয়েছেন সবাই। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায় ফেসবুকে। কেবল পরীমণির ফেসবুক পেজেই ছবিটিতে ১ লাখ ৫০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। পাশাপাশি বিভিন্ন গ্রুপ ও পেজে এটি প্রচুর শেয়ার হয়েছে।


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

أحدث أقدم