‘অ্যা‌ভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে | Avatar: The Way of Water

‘অ্যা‌ভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে | Avatar: The Way of Water

অনেক জল্পনা কল্পনার শেষে অ্যাভাটার সিনেমা মুক্তির প্রায় ১৩ বছর পর  জেমস ক্যামেরুন ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে এসেছে। বৈজ্ঞানিক কল্পকাহিনীর ওপর নির্ভর এ ছবিটি পরিচালনা করেছেন জেমস ক্যামেরন। ছবিটি মুক্তি পাবে আগামী এই বছরের ১৬ ডিসেম্বর। ক্যামেরুনের অ্যাভাটার ফাঞ্চাইজির দ্বিতীয় ছবি এটি। ২০০৯ সালের মুক্তি পেয়েছিল অ্যাভাটার ছবিটি।

ছবিতে সুলি পরিবারের গল্প বলা হয়েছে, তারা যেসব সমস্যায় পড়ে এবং একে অপরকে নিরাপদ রাখতে তাদের চেষ্টা ও ট্রাজেডির কথাও বলা হয়েছে।

ছবিটিতে অভিনয় করেছেন জো সালদানা, স্যাম ওর্থিংটন, সিগোর্নি ওয়েভার, স্টিফেন ল্যাং, ক্লিফ কার্টিস, জোয়েল ডেভিড মুর, সিসিএইচ পাউন্ডার, এডি ফালকো, জিমেইন ক্লিমেট ও কেট উইন্সলেট।

উল্লেখ্য, অ্যাভাটার ছবির আরও তিনটি সিক্যুয়েল আসবে যথাক্রমে ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালে। 

সিনেমাটির ট্রেইলার নিচে দেয়া হলো 

  

-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

أحدث أقدم