কান উৎসবে লাল কার্পেট এ হাটলেন চিত্রনায়ক আরেফিন শুভ | Arefin Shuvo | Mujib The Making Of Nation | Radioshohor

কান উৎসবে লাল কার্পেট এ হাটলেন চিত্রনায়ক আরেফিন শুভ | Arefin Shuvo | Mujib The Making Of Nation | Radioshohor

পৃথিবীর সবচেয়ে পুরোন এবং সবচেয়ে প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসব। গত ১৭ মে থেকে শুরু হওয়া এই উৎসবের ৭৫তম আসরে ‘মুজিব’ চলচ্চিত্র নিয়ে উপস্থিত হয়েছেন বর্তমান সময়ের চিত্রনায়ক আরফিন শুভ। তিনি হেঁটেছেন কানের আরাধ্য লাল গালিচায়!

এই মহা উৎসবের চতুর্থ দিন (২০ মে) ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদা-কালোর সমন্বয়ে ড্যাপার বিস্পোকের পোশাক গায়ে লাল গালিচায় পা রাখেন শুভ। আর সেখানে হেঁটে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এই চিত্রনায়ক।

নিজের প্রথমবারের মত কান সফরে রেড কার্পেটে হেঁটে উচ্ছ্বসিত শুভ এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো ঘটনা, একেবারে স্বপ্নের বাইরের কোনও কিছুকে ছোঁয়ার মতো।’

তিনি বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, আমার পরিচালক-প্রযোজকদের কাছে। আমার অসংখ্য ভক্ত-ফ্যান যারা আছেন, আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি চেষ্টা করব তাদের যে আস্থা-বিশ্বাস আমার প্রতি আছে, সেটা রক্ষা করতে।’

উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ সিনেমাটির ট্রেলার প্রদর্শন হয়। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় কিংবদন্তী নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি আগামি সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে। 


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

নবীনতর পূর্বতন