বাবা হুমায়ুন আহমেদকে নিয়ে প্রশ্ন করায় ক্ষেপেছেন নুহাশ হুমায়ূন | Nuhash Humayun Interview | Nuash Humayun LIVE | Pett Kata SHAW

বাবা হুমায়ুন আহমেদকে নিয়ে প্রশ্ন করায় ক্ষেপেছেন নুহাশ হুমায়ূন | Nuhash Humayun Interview | Nuash Humayun LIVE | Pett Kata SHAW

বাংলাদেশের সেরা কথাসাহিত্যিক এবং উপন্যাসিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন গত ২৬ এপ্রিল রাত ৮টায় একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন তিনি। যেখানে এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়েছিল বাবা হুমায়ূন আহমেদের কারণেই কি  তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন কি-না। 

আর এমন প্রশ্নে নুহাশ হুমায়ুন খুবই বিব্রত হয়েছেন। লাইভ শেষে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে নিজের ফেসবুক পেইজ এ একটি স্ট্যাটাস দিয়ে নুহাশ লেখেন, ‘বাংলাদেশে রিপোর্টিং যদি আরেকটু সম্মানজনক হতো! একটু আগে আমি লাইভ ইন্টারভিউতে ছিলাম; ভেবেছিলাম ‘ষ’ নিয়ে কথা হবে। সেখানে আমাকে প্রশ্ন করা হলো, যদি আমার বাবা (হুমায়ূন আহমেদ) না হতেন, তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম কি না? আমি জানি না আন্তর্জাতিক একজন প্রশংসিত নির্মাতা আপনারা এই প্রশ্ন করেন কীভাবে? আপনাদের কি মনে হয়, সানড্যান্স, বুসান, এএক্সএসডাব্লিউ, মার্শে দ্যু ফিল্ম- বাপের নাম দেখে তারা ইনভাইট করে?’

সে লাইভের সঞ্চালক ছিলেন সারা ফ্যায়রুজ যাইমা। লাইভ টা প্রথমের দিকে ভালোই চলছিলো হটাৎ লাইভের এক পর্যায়ে তিনি নুহাশকে প্রশ্ন করেন, ‘যদি আপনি নুহাশ  হুমায়ূন না হতেন, হুমায়ূনপুত্র না হতেন, তাহলে কি আপনি যেখানে ছিলেন সেখানে থাকতেন বলে মনে হয়?’

উত্তরে নুহাশ বলেন, ‘এ জিনিসগুলো না আসলে, খুবই আরাম লাগে। ইন্টারন্যাশনালি সবাই আমাকে আমার কাজের জন্য চেনে।’ এরপর বলেন, ‘আমি ইন্টারন্যাশনালি সেলিব্রেটেড ফিল্মমেকার। ওখানে ফ্যামিলি-ট্যামিলি নিয়ে ভাবার স্পেস নাই।’

প্রশ্নের সমালোচনা করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোশ্যাল হ্যান্ডেলে এই নির্মাতা বলেন, ‘এটা আমাদের কালচারাল একটা জিনিস, আমরা আমাদের আর্টিস্টদের কাজের থেকে তাদের পার্সোনাল লাইফে ইন্টারেস্টটা বেশি দেখাই। এ প্রশ্নটা মিডিয়া থেকে বেশি আসে। মিডিয়া এ রিপোর্টগুলো করতে পছন্দ করে বেশি, আর অ্যাকচুয়াল কাজের সাকসেস নিয়ে কথা বলে না।’


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

Previous Post Next Post