গানওয়ালা আসিফের প্রযোজনায় এবং এস কে অর্রব ও রাজ বাবুর লেখাও সুরে আসছে ভেলকির অডিও ড্যামো Tune Music BD তে - আশা করি বাংলা নিউ RAP সং ভেলকি কারো কাছেই খারাপ লাগবেনা, সব কিছু মিলিয়ে! ভেলকি গানটির মাধ্যমে ভেলকি টিম বোঝাতে চেয়েছে ' উঠতি বয়সী একজন তরুন কিভাবে, ছ্যাকা খেয়ে নেশা নামক মরণ পেশায় যুক্ত হয়, তবে দিনশেষে তরুন প্রজন্মের কাছে ভেলকি টিমের একটিই প্রত্যাশা, লাইফটা যেহুত তোমার So চলে যাওয়া মানুষটিকে নিয়ে না ভেবে নতুন করে বাচার সুরে স্বচ্ছও সুন্দর জীবন গড় এবং নতুনের হাত ধরে পুরনোকে ছাড়ো - জীবন হোক সুন্দর জীবন হোক স্বচ্ছ, সর্বদা শুভ কামনা রইলো তরুন প্রজন্মের তারুন্যের প্রতি, ভেলকি নিয়ে তরুন গীতিকারও সুরওকার গানওয়ালা আসিফ বলেন - যেহুত ভেলকির প্রতিটি কথার মাঝে বাস্তবতা বিদ্যমান, আর তাই! আমার নিজেরও প্রত্যাশা! তরুন হোক তারুন্যে ভরপুর ' টিউন মিউজিক বিডি ইউটিউব চ্যানেল ওনার গানওয়ালা আসিফ আরও বলেন! রেডিও শহর নিউজের মাধ্যমে আমার একটি ক্ষুদ্র উক্তি তরুন সমাজের কাছে পৌঁছে দিতে চাই আর সেটি হলো! তরুন তুমি দারুন হও, অর্থাৎ তরুন সমাজ দারুন হলে
দেশও সমাজ হবে স্বচ্ছও সুন্দর
সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং Tune Music BD চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং নতুনদের জন্য Tune music bd ইউটিউব চ্যানেলটি সব সময় উন্মুক্ত রাখা হবে।
-রেডিও শহর ডেস্ক
إرسال تعليق