পুত্রসন্তানের বাবা হলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ

পুত্রসন্তানের বাবা হলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ


পুত্রসন্তানের বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আজ মঙ্গলবার বেলা আনুমানিক তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী  পুত্রসন্তান জন্ম দিয়েছেন। এ সময় সিয়ামসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। গতকাল রাতে হাসপাতালে ভর্তি হন অবন্তী।

গনমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই। তিনি খুবই উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি বাবা হয়েছি আলহামদুলিল্লাহ। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চাইতে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা।’




গত বছরের ২৬ ডিসেম্বর সিয়াম তাঁর জীবনের একটি সুখবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন। সেই সময় তিনি ফেসবুকের পোস্টে জানিয়েছিলেন, তাঁর পরিবারের সদস্য বাড়তে যাচ্ছে। তিনি জানিয়েছিলেন তিনি বাবা হতে চলেছেন। ফেসবুকে সুখবরটি জানিয়ে সিয়াম ক্যাপশনে লিখেছিলেন, ‘১০টি ছোট হাতের আঙুল, ১০টি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ।’ দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম।

-রেডিও শহর ডেস্ক

Post a Comment

أحدث أقدم