মোরসালিন হত্যা: ১৫০ জনের নামে মামলা করা হলো

মোরসালিন হত্যা: ১৫০ জনের নামে মামলা করা হলো



নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে দোকান কর্মচারী মো. মোরসালিন মারা যাওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে এ মামলায় আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। 

গেল বৃহস্পতিবার ২১ শে এপ্রিল রাতে মোরসালিনের বড় ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

শুক্রবার (২২ এপ্রিল) নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় মোরসালিন (২৬) গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে জানা গেছে, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মোরসালিনের মৃত্যু হয়েছে।


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

Previous Post Next Post