ইদানিং কালে একটা ব্যাপার খুব লক্ষনীয় । আর তা হলো বাংলা গানের নতুন একটা ট্রেন্ড এসেছে আর তা হচ্ছে র্যাপ গান । যদিও বাংলাদেশে র্যাপ সংগিত এর শুরুটা হয়েছিলো ২০০৮ সালের দিকে । কিন্তু সেটার ট্রেন্ড যতদিন গিয়েছিলো কমে আসতে শুরু করেছিলো। পুরোন গানগুলোতে র্যাপ গান মিক্স করে নতুন একটা গান এ মিক্স করা ইন্টারেস্টিং একটা বিষয় এবং তখন পুরোনো গানগুলোই আবারো নতুন লাগে শুনতে । এমনি একটি র্যাপ গান নিয়ে আসতে যাচ্ছেন গায়ক আসিফ। গানটির নাম ভেল্কি ।
ভেলকি গানটি মুলত আধুনিক লিরিকস & বাংলা Rap এর সংমিশ্রণে গঠিত একটি স্যাড সং - এ সংটির মাধ্যমে মূলত বোঝানো হয়েছে যে! একটি ছেলে ও একটি মেয়ের সম্পর্ক যখন ভেংয়ে যায় এবং সম্পর্কটি ভেংয়ে যাওয়ার পর! কিছু ছেলে তার ভালোবাসার মানুষটির বিরহ ভুলে থাকতে
কিভাবে নেশাগ্রস্থ হয়ে নস্ট হওয়ার পথ বেছে নেয় । এ গানটি একজন মানুষের জীবন থেকে নেয়া। আর তাই দিনশেষে বলতেই হয়! মানুষের লাইফ সত্যিকার অর্থেই ( ভেলকি )
ভেলকি গানটির আধুনিক মুখ লিখেছেন! তরুন গীতিকার রাজ বাবু এবং Rap মিক্স লিরিক লিখেছেন ও গানটি টিউন এবং মিউজিক কম্পোজিশন এবং গেয়েছেন তরুন মিউজিক কম্পোজার এস কে অর্রব এবং গানটির ভিডিওগ্রাফি ও মিউজিক এ্যারেন্জমেন্ট করেছেন তরুন গীতিকারও সুরকার গানওয়ালা আসিফ। খুব শীঘ্রই গানটি দেখতে পাবেন, গানওয়ালা আসিফের Tune Music BD ইউটিউব চ্যানেলে ।
-রেডিও শহর ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন