দুই লাখ রুপির উদ্ভট পোশাক: রণবীরকে নিয়ে আবার ট্রল

দুই লাখ রুপির উদ্ভট পোশাক: রণবীরকে নিয়ে আবার ট্রল



রণবীর সিং
রণবীর সিং

জানা গেছে, গুচি ব্র্যান্ডের এই পোশাকের দাম দুই লাখ রুপি। রণবীরের কিছু ভক্তের তাঁর এই স্টাইলের প্রশংসা করছেন। অনেকে আবার তাঁকে নেট দুনিয়ায় দারুণভাবে ট্রল করছেন। একজন ইউজার লিখেছেন, ‘এটা তো আমাদের রান্নাঘরের কাপড়।’ আর একজনের মন্তব্য, ‘গতকাল আমার বাড়ি থেকে পর্দা চুরি হয়ে গেছে। এর ডিজাইন একই রকম।’ আবার কেউ এই বলিউড সুপারস্টারের কাপড়ের তুলনা উরফি জাভেদের সঙ্গে করে লিখেছেন, ‘ছেলেদের মধ্যে এক রণবীর আর মেয়েদের মধ্যে উরফি জাভেদ। তাঁদের দুজনের ফ্যাশনধারা স্বয়ং ওপরওয়ালা জানেন।’

দুর্দান্ত প্রাণশক্তি, বৈচিত্র্যময় চরিত্র আর অসাধারণ অভিনয়ের মিশেল—রণবীর সিং
দুর্দান্ত প্রাণশক্তি, বৈচিত্র্যময় চরিত্র আর অসাধারণ অভিনয়ের মিশেল—রণবীর সিং

রণবীরকে শেষ পর্দায় দেখা গেছে ‘৮৩’ ছবিতে। এই ছবিতে তাঁর অভিনয় সবাই দারুণ পছন্দ করেছেন। এই বলিউড তারকার ঝুলিতে দুর্দান্ত সব ছবি আছে। রণবীরকে ‘সার্কাস’, ‘রকি অউর রানী কি প্রেমকাহিনি’ ছবিতে দেখা যাবে। এ ছাড়া ‘অন্নিয়ন’ ছবির হিন্দি রিমেকে আছেন তিনি।

-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

নবীনতর পূর্বতন