মা হতে যাচ্ছেন বিপাশা বসু | Bipasha Basu Becomes Mother

মা হতে যাচ্ছেন বিপাশা বসু | Bipasha Basu Becomes Mother

গত মাসেই ৬ বছরের বিবাহবার্ষিকী পালন করেন বিপাশা আর করণ।
গত মাসেই ৬ বছরের বিবাহবার্ষিকী পালন করেন বিপাশা আর করণ।

এসব ছবি আর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পরই ভাইরাল হয়ে যায়। ভক্তরা ভাবতে শুরু করেন, তবে কি বিপাশা ও করণ প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন? বেবি বাম্প লুকাতেই এমন পোশাক পরলেন বিপাশা?
শুধু তা–ই নয়, পোস্টের মন্তব্য ঘরে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা, তর্ক-বিতর্ক। কেউ বলছেন, ঢিলেঢালা পোশাক পরার কারণ মুম্বাইয়ের গরম। আবার কারও মতামত, কারণ হলো বেবি বাম্প

বিপাশা বসু

গত মাসেই ৬ বছরের বিবাহবার্ষিকী পালন করেন বিপাশা আর করণ। ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই তারকাজুটি। বিপাশা আর করণ একে অপরের প্রেমে পড়েন ‘অ্যালোন’ সিনেমায় কাজ করার সময়। কিন্তু প্রথম দিকে বিপাশার পরিবার রাজি ছিল না এই বিয়েতে, নিজেই জানিয়েছিলেন এটি।
৬ বছরে একবারও দুজনকে নিয়ে কোনো ঝামেলার খবর সামনে আসেনি। কয়েক দিন আগে একসঙ্গে কপিল শর্মা শোতে দেখা গিয়েছিল তাঁদের।


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

Previous Post Next Post