যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে মোদাসসার খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীর।
নিহত ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান। একাধিক মার্কিন গণমাধ্যমের খবরে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, কর্মস্থল থেকে ফেরার পথে ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে (স্থানীয় সময়) তিনি খুন হন।
পরে অ্যাম্বুল্যান্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, মোদাসসার সেখানে স্ত্রী এবং এক ছেলে নিয়ে থাকতেন। তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি গাড়ি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। এ ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। -রেডিও শহর ডেস্ক
Post a Comment