জরুরি ভিত্তিতে রক্ত লাগবে, ধিরে ধিরে অবস্থা খারাপের দিকে কাওসার আহমেদ চৌধুরী | Kawsar Ahmed Chowdhury | Radioshohor

জরুরি ভিত্তিতে রক্ত লাগবে, ধিরে ধিরে অবস্থা খারাপের দিকে কাওসার আহমেদ চৌধুরী | Kawsar Ahmed Chowdhury | Radioshohor


তিন দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শেষে এই মুহূর্তে ধানমন্ডির একটি ক্লিনিকে চলছে গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর চিকিৎসা। শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া কাওসার আহমেদ চৌধুরী এখন করোনায় আক্রান্তও।তাঁর পরিবারের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করেছেন এরশাদুল হক।

এরশাদুল হকের বরাতে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে কাওসার আহমেদ চৌধুরীর দুই ব্যাগ বি পজিটিভ রক্ত লাগবে। তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। রক্তদানে আগ্রহী ব্যক্তিদের দ্রুত তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া দেশের কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর জন্য তিনি গান রচনা করেছেন। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ উল্লেখযোগ্য। এ ছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।

কাওসার আহমেদ চৌধুরীর রক্তদানে আগ্রহী ব্যক্তিদের ০১৭১৩০৬১৬১৮ (প্রতীক) এবং ০১৭১১৪৭২৩৬৭ (টিংকু) এ দুই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

 দীর্ঘদিন ধরে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘আপনার রাশি’ নামে রাশিফল গণনার মধ্য দিয়ে কাওসার আহমেদ চৌধুরী ব্যাপক পরিচিতি অর্জন করেন। 

-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

أحدث أقدم