সোশ্যাল মিডিয়াজুড়ে আলোচনায় ‘পুষ্পা’র গান। হয় ‘ও আভান্তা’ নয় তো ‘শ্রীভাল্লি’র ম্যাজিকে বুঁদ সিনেমাপ্রেমীরা। আল্লু অর্জুন অভিনীত এ ছবি যেমন হিট, ততটাই সুপারহিট ছবির গান, আর আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, সামান্থা রুথ প্রভুর সিগনেচার স্টেপ। সেগুলো নকল করে রিল ভিডিও বানাচ্ছেন তারকা থেকে আম জনতা।
সেই তালিকায় এবার নাম লেখালেন সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলম। হিরো আলম গেয়েছেন ‘শ্রীভাল্লি’ গানটি।
সোমবার (৭ ফেব্রুয়ারি) হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন গানটি।একদিন পেরিয়ে যেতেই গানটির ভিউ হয়েছে দেড় লাখের উপরে। যা এখন ভাইরাল হওয়ার পথে।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রমী, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না, তবুও কষ্ট করে গান গেয়েছি। আশা করছি, অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।
প্রসঙ্গত, আশরাফুল আলম ওরফে হিরো আলম সমালোচনাকে পাত্তা না দিয়ে কাজ করেন আপন মনে। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পর পরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কি না ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হয়। এবার তিনি হাজির হচ্ছেন বর্তমান সময়ের ভাইরাল 'পুষ্পা' গান নিয়ে।
-রেডিও শহর ডেস্ক
إرسال تعليق