যে কারনে হৃতিক রোশনের ঘর ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী সুজানা

যে কারনে হৃতিক রোশনের ঘর ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী সুজানা


বন্ধুদের প্রতি সবসময় একটু বেশিই আবেগি বলিউড সুপারস্টার  হৃতিক রোশন। নানা উপলক্ষকে কেন্দ্র করে বন্ধুদের উপহার দেন তিনি। তবে কখনও কখনও বন্ধু ‘বিশেষ’ হলে তার ভালবাসার মাত্রা আরও বেড়ে যায়। একবার উপহারের দাম শুনে রেগে ঘর ছেড়েছিলেন তার সাবেক স্ত্রী সুজানা।

তখনও হৃতিক-সুজান বিবাহ বিচ্ছেদ হয়নি। তবে বিশেষ বন্ধুকে দেওয়া হৃতিকের ওই উপহারের বহর দেখে সুজান দুই সন্তানকে নিয়ে চলে যান বাবা-মায়ের কাছে।

হৃতিক তখন করেছেন কাইট ছবির শুটিং। কাইটয়ের শুটিংয়ে হৃতিকের সঙ্গে তার সহ-অভিনেত্রী বারবারা মোরির রসায়ন নিয়ে তুমুল চর্চা চলছে বলিউডে। এমনও বলা হচ্ছিল, যে ‘গ্রিক গড’ প্রেমে পড়েছেন মেক্সিকান অভিনেত্রীর।

জন্মসূত্রে উরুগুয়ান বারবারা তখন মেক্সিকোর সিনেমাজগতের বড় আর বিখ্যাত মুখ। হৃতিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলেননি। হৃতিকও বলছেন, ‘বারবারা খুব ভাল বন্ধু আমার। আমি আমার পারিবারিক জীবনে খুশি।’

ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসে একটি খবর। জানা যায়, বন্ধু বারবারাকে কাইটের শুটিং চলাকালীন একটি উপহার দিয়েছিলেন হৃতিক। যার দাম কম করে আড়াই থেকে তিন কোটি টাকা।


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

أحدث أقدم