২১ দিনের বাচ্চা নিয়ে অভিনেত্রী সিনেমা হলে পদ্মাপুরান দেখতে এলেন | Poddapuran | Sadia Mahi | Radioshohor

২১ দিনের বাচ্চা নিয়ে অভিনেত্রী সিনেমা হলে পদ্মাপুরান দেখতে এলেন | Poddapuran | Sadia Mahi | Radioshohor






পদ্মার বয়স ২১ দিন । আর এই ২১ দিনের নবজাতককে সাথে নিয়ে মা চিত্রনায়িকা  সাদিয়া আফরিন মাহি তাঁর প্রথম ছবি ‘পদ্মাপুরান’ এর প্রথম প্রিমিয়ার শো দেখতে সিনেমা হলে চলে  গেলেন । শুক্রবার সন্ধ্যার শোতে বসুন্ধরার সিটির স্টার সিনেপ্লেক্স গিয়েছিলেন ‘পদ্মাপুরান’ ছবির টিমের অনেকেই। সন্ধ্যার শো তে সেখানে গিয়ে দেখা গেলো ছবির অন্যান্য শিল্পীদের কোলে কোলে ঘুরছে ২১ দিনের এই নবজাতক । অন্য দর্শকেরা উৎসুক দৃষ্টিতে নিয়ে দেখছেন তাঁদের। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ সেখানে।

সিনেমা দেখা  শেষ হয়। মিলনায়তনের বাইরে দর্শকেরা এবং অনেক চ্যানেলের সাংবাদিকরা  নায়িকা সাদিয়া মাহিকে ঘিরে ধরেন। পদ্মাপুরান এর নাইয়কার মুখ থেকে কথা শুনতে চান, তাঁর বাচ্চার গল্প জানতে চান। সাদিয়া মাহি শোনালেন তাঁর শুটিং–দিনের গল্প। বললেন, ‘পদ্মাপুরান’ তাঁর জীবনে স্মরণীয় হয়ে থাকবে।  তিনি জানান, ছবিটি ঘিরে তাঁর অনেক স্মৃতি। সেই স্মৃতিকে তুলে রাখতেই মেয়ের নাম দিয়েছেন ‘পদ্মা’। পদ্মাকে সঙ্গে নিয়েই ছবিটি দেখতে এসেছেন।


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

أحدث أقدم