শাকিব খানের সিনেমায় ষড়যন্ত্র করলেন মিশা | Shakib Khan Cinema | Misa Sawdagor | Leader: Ami Bangladesh | Radioshohor

শাকিব খানের সিনেমায় ষড়যন্ত্র করলেন মিশা | Shakib Khan Cinema | Misa Sawdagor | Leader: Ami Bangladesh | Radioshohor






গেলো ৭ সেপ্টেম্বর আমেরিকায় গিয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে ভয়ংকর খল নায়ক মিশা সওদাগর । এর পর সেখানে ১৩ দিন থাকার পর ২০ তারিখে ঢাকায় ফিরে আসেন মিশা। এর পর পরি তিনি শাকিব খান অভিনিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। 

আজ ২২ তারিখ বুধবার মিশা এই ছবির শ্যুটিং এ অংশ গ্রহন করেছিলেন মিশা সাওদাগর। তার কল টাইম অনুযায়ী দুপুরের আগেই সেট এ এসে হাজির হন মিশা। সিনেমার দৃশ্যের পেছনের গল্পটা অনেক টা এমন ছিলো ছিল - মিশার ভাই এক ব্যক্তিকে খুন করে। তবে ষড়যন্ত্রের মাধ্যমে খুনের দায় অন্য এক নিরীহ ব্যক্তির ওপর চাপিয়ে দেন মিশা। এমন ঘটনার প্রেক্ষিতে চলে সংলাপ বিনিময়।


মিশা এই সিনেমা নিয়ে মিডিয়াকে জানান, "অসাধারণ একটা গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। পরিচালক আমার কোন ভাবেই বিকল্প খুজে পাচ্ছিলেন না এর পর তার অনুরোধ এর চাপাচাপিতে শুট করতে বাধ্য হলাম ।  সিনেমাকে ভালোবাসি বলে একটি ভালো সিনেমার সঙ্গে থাকতে চাই বলেই আমেরিকায় গিয়ে সাথে সাথেই আবার ফিরে এসেছি।’

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ এই সিনেমায় শাকিবের বিপরীতে আরো থাকছেন  বুবলী। এছাড়াও অভিনয় করেছেন ফাখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসির প্রমুখ।

-রিপোর্টার - সজল। 

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন