পৃথিবীতে মোটামুটি প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে । মানুষ যখন কিশোর জীবন পার করে একটু একটু করে বড় হয় তখনি ধিরে ধিরে তার জগৎ এ অন্য কেউ এসে পড়ে তৈরি হয় নতুন এক অজানা অনুভুতির যা সে কখনো কল্পনাও করেনি । এই অসম্ভব সুন্দর অনুভুতিটা তার ওই মানুষটার প্রতি তৈরি হয় । ধিরে ধিরে তৈরি হয় প্রেম বা ভালোবাসা নামক একটি অদৃশ্য অনুভুতির । এই প্রেম এ কখনো কখনও অনেক দেরিতে আসে আবার কোন কোন মানুষের জীবনে অনেক দ্রুত হয়। অনেকের প্রেমটা মিলন হয়না । বিচ্ছেদ তৈরি হয় । পুরো জীবনে ছাপ ফেলে যায়। একসময় ধীরে ধীরে সেসব দুঃসহ যন্ত্রণা মুছে যায়, কেবলই বেঁচে থাকে কবেকার ফেলা আসা সেই বুক চিনচিনে মুহূর্ত।
আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। বহমান জীবনে জায়গা করে নেয় নতুন মানুষ। ধিরে ধিরে এভাবেই প্রেম একের পর এক নতুন সংগিতে ভেসে যায় । আর বারতে থাকতে ভালোবাসা । একটা ব্যাপার সবচেয়ে বেশী পরিমান বলা বাঞ্চনীয় আর তা হলো মানুষ কোন দিন প্রথম প্রেম ভুলতে পারে না । অনেক কবিগুরু অনেক সাহিত্যিক থেকে শুরু করে অনেকেই এই প্রেম নিয়ে অনেক অনেক সংগা দিয়েছেন । আর তারই জন্য প্রথম প্রেম নিয়ে অনেক অনেক গল্প উপন্যাস আর অনেক সিনেমার গল্প রচিত হয়েছে।
যাই হোক, গত ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম যুক্তরাষ্ট্রে প্রেম দিবস পালিত হয়েছে। আর এজন্যই এর পর থেকে প্রতি বছর ১৮ সেপ্টেম্বর এই দিনেই প্রথম প্রেম দিবস পালন করা হয়।
-রেডিও শহর ডেস্ক
إرسال تعليق