(ছবিঃ বসুন্ধারা গ্রুপ এর চ্যায়ারম্যান আনভির)
গুলশানের কলেজ শিক্ষার্থী মোসাররাত জাহান এর মৃত্যুর ঘটনায় এমডি আনভির, তার স্ত্রী ও বাবা-মা সহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষন ও হত্যা মামলা দায়ের করেন মোসাররাত এর বোন । আজ সোমবার এই মামলা দায়ের করেন তিনি । মামলাটি নারী ও শিশু হত্যা টাইবুনাল ৮ এ করা হয়।
এই মামলার বাদী জানান, এই মামলায় বসুন্ধারার চ্যায়ারম্যান ও এমডি আনভির , তার স্ত্রী সাবরিনা বাবা আহমেদ আকবর সোবহান, মা আফরোজা শারমীন সহ ৮ জনকে আসামী করা হয়েছে। "
রাজধানীর গুলশানে গত ২৬ এ এপ্রিল রাতে এক কলেজ ছাত্রী মোসাররাত জাহান এর লাশ উদ্ধার করা হয় । আর সেই মামলায় তার বড় বোন নুসরাত জাহান বসুন্ধারা গ্রুপ এর এমডি এবং চ্যায়ারম্যান আনভির এর বিরুদ্ধে গুলশান থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেন নুসরাত জাহান । আগস্ট এর ১৮ তারিখে পুলিশের দেয়া চুরান্ত প্রতিবেদন গ্রহন করা হয়।
রেডিও শহর
Post a Comment