গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো যে মা হতে যাচ্ছেন আনিকা কবির শখ । সম্প্রতি তিনি নিজেই এই কথার সত্যতা প্রমান করে দিলেন বেবি শাওয়ার অনুষ্ঠান এর মধ্য দিয়ে। সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেই তার বেবি শাওয়ার কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করেন । সেই ভিডিও এবং ছবিতে তাকে অনেকে চিনতেই পারেননি । অনেকটাই মুটিয়ে গিয়েছেন এই অভিনেত্রী। শারিরীক এই পরিবর্তনের কারনে অনেকেই তাকে ঠিক ঠাক মত চিনতে পারেননি ।
শখের এমন অবস্থা দেখে অভিনেত্রী নাজিয়া হক অর্ষা মন্তব্য করেন- "শখকে চেনা যাচ্ছে না কেন ?" তার এমন মন্তব্যে শখের ছবি যিনি ছেড়েছিলেন তিনি জবাব দেন 'অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই শখের এই অবস্থা।' সেই পোস্টে অনেকেই শখকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে ভক্তদের উদ্দেশ্যে শখ বলেন - ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’
আনিকা কবির শখ এর সম্প্রতি বেবি শাওয়ার অনুষ্ঠান এর কিছু মুহুর্ত।
-রেডিও শহর ডেস্ক
إرسال تعليق