প্রধান মন্ত্রীর কাছে নতুন আবেদন পরিমনীর । Pori Moni News Today | Radioshohor

প্রধান মন্ত্রীর কাছে নতুন আবেদন পরিমনীর । Pori Moni News Today | Radioshohor

                                 

(ছবিঃ পরীমনি)

‘একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি’, প্রধানমন্ত্রীর কাছে আবারো এভাবে আবেদন করলেন পরিমনী। প্রায় ২৬ দিন পর জামিন পেয়ে বেরিয়ে এসেছেন পরিমনী কিন্তু তবুও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বিভিন্ন কারনে সমালোচনা এবং আলোচনার কেন্দ্রবিন্দু পরিমনীর নতুন দেয়া ফেইসবুক স্টেটাস এ ঠিক তেমনটাই ইংগিত দিচ্ছেন তিনি । তার স্ট্যাটাস এ এটা একদম পরিষ্কারভাবে বোঝা যায় যে সে এই ২৬ দিনে তার জীবনকে যেন দিয়েছে এক নতুন উপলব্ধি। 




আজ সোমবার পরিমনী তার ফেইসবুক পেইজ এ উল্লেখ করেন, - ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তার মানুষগুলোও এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’
নীচে তার ফেইসবুক এর পোস্টটি তুলে ধরা হয়েছে ।


রেডিও শহর

Post a Comment

নবীনতর পূর্বতন