(ছবিঃ সিটি অব হরর এর পোস্টার)
রেডিও শহরের প্রতি শুক্রবারের ধারাবাহিক হরর প্রোগ্রাম সিটি অব হরর এ আজ রাত এ এমন একটি ঘটনা থাকছে যা শুনলে সবাই অবাক হবেন । আজ থাকছে কালো জাদুর এক মর্মান্তিক ঘটনা । ঘটনাটি ঘটেছিলো অনেক অনেক বছর আগে আজ থেকে প্রায় ৩০ বছর আগের ঘটনা। কালো জাদুর কারণে একজন মানুষের জীবন কিভাবে ধ্বংস হয়ে যায় তা আজকের ঘটনায় শুনবো আমরা । সিটি অব হরর শুনতে সবাই চোখ রাখুন রেডিও শহরের অফিসিয়াল ফেইসবুক চ্যানেলে । রাত ঠিক ১০ঃ৩০ এ সম্প্রচারিত হবে সিটি অব হরর এর ২০তম এপিসোড । সবাইকে রেডিও শহরের পক্ষ থেকে আমন্ত্রন জানাচ্ছি আজকের এপিসোড এর জন্য ।
একটি মন্তব্য পোস্ট করুন