আজ রাত ঠিক ১১টায় প্রচারিত হবে ভালোবাসার ব্যাঞ্জনধ্বনি | Radioshohor

আজ রাত ঠিক ১১টায় প্রচারিত হবে ভালোবাসার ব্যাঞ্জনধ্বনি | Radioshohor

 

ছবিঃ ভালোবাসার ব্যাঞ্জন্ধনি 

ভালোবাসা, রোমান্স আর বিচ্ছেদ আর কষ্টের সব ঘটনা নিয়ে নির্মিত শো ভালোবাসার ব্যাঞ্জনধ্বনি। সাথে থাকবেন আপনাদের সবার প্রিয় আরজে সানিয়া। রেডিও শহরের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় লাইভ শো ভালোবাসার ব্যাঞ্জনধ্বনির আজকে থাকছে ১৬ তম পর্ব ।

আজকের এপিসোড এ আরজে সানিয়া এমন এক গল্প উপস্থাপন করতে যাচ্ছেন যা শুনে যে কেউই কেদে দিতে বাধ্য । আজকের এপিসোডটি সবাইকে দেখার আমন্ত্রন জানানো হলো রেডিও শহরের পক্ষ থেকে । 

আজ রাত ঠিক ১১-৩০ এ চোখ রাখুন রেডিও শহরের অফিসিয়াল ফেইসবুক ফ্যান পেইজ এ এবং অবশ্যই লাইক দিয়ে এক্টীভ থাকার জন্য অনুরোধ করা হচ্ছে । 

ভালোবাসার ব্যাঞ্জনধ্বনি প্রতি বৃহস্পতিবার রাত ১১-৩০ এ লাইভ হয় শুধু মাত্র রেডিও শহরে । 

-রেডিও শহর 

Post a Comment

Previous Post Next Post