বাংলাদেশের একজন শ্রেষ্ঠ লেকচারার আলমাসুর রহমান আজ রাত ঠিক ১১ঃ৩০ মিনিটে রেডিও শহরের সবচেয়ে জনপ্রিয় শো ভালোবাসার ব্যাঞ্জনদ্ধনিতে উপস্থিত থাকবেন প্রধান অতিথী হিসেবে।
এই মহামারীর সময়ে অনেক অনেক মানুষের মাঝে দেখা দিয়েছে অনেক অনেক বিচ্ছেদ অনেকের ভালোবাসার মানুষ্কে না পাওয়ার বেদনা আর অনেক মানুষের সুখে থেকেও অসুখি হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু কেন এমনটা ঘটেছে কেনই বা মানুষ এই সুখকে খুজে বেড়ায়। আজ আলমাসুর রহমানের কাছ থেকে সেসব ব্যাপারগুলোই বোঝার চেষ্টা করবো । সাথে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় হোস্ট সানিয়া আজমা সানি ।
إرسال تعليق