ধর্ষণ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের সেরা অভিনেত্রী পরিমনিকে | Porimoni Got Rapped | Radioshohor

ধর্ষণ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের সেরা অভিনেত্রী পরিমনিকে | Porimoni Got Rapped | Radioshohor

 

(ছবি পরিমনি) 

গেলো রবিবার রাত ৯টার দিকে বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী পরিমনী তার ভ্যারিফাইড পেইজ এ একটা অদ্ভুত স্ট্যাটাস পোস্ট করেন যেখানে তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একটা খোলা চিঠি লিখেছেন, চিঠিটে সাফ সাফ তিনি উল্লেখ করেন যে তাকে ধর্ষন করা হয়েছে এবং হত্যা করার চেষ্টাও চালানো হয়েছে। তিনি এছাড়া আরো জানান তার মাকে আজ তিনি খুব মিস করছেন কারণ তার মা তার বয়স যখন আড়াই বছর তখন মারা গিয়েছে।
পরিমনী এই খোলা চিঠিতে আরো উল্লেখ করেন এই ঘটোনা গত ৪ দিন আগে ঘটেছে এবং এর বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি লিখেন। এমন স্ট্যাটাস দেয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।  নীচে তার ফেইসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো । 

               

যদিও এই স্ট্যাটাস এর কারণ এখনো পুরোপুরী ভাবেই ধোয়াটে হয়েই আছে। তিনি তার স্ট্যাটাস এ কিভাবে এই ঘটনা ঘটেছে কিছুই উল্লেখ করেন নাই । তাই বলা যেতেই পারে যে এই ঘটনা একটু একটু করে তলিয়ে দেখবে ক্রাইম ডিপার্ট্মেন্ট। 

রেডিও শহর প্রতিনিধি - সাগর 

Post a Comment

নবীনতর পূর্বতন