(রহস্যময় তৈলচিত্রের ঘটনার ছবি)
তৈলচিত্র কার না পছন্দের একটা বিষয় । প্রতিটা মানুষই পেইন্টিং পছন্দ করেন । এই তৈলচিত্র বিশেষ করে মধ্যবয়স্ক মানুষদের অনেক পছন্দের বিষয় । কারণ পুরনো পেইন্টিং এর মধ্যে অনেক রহস্য লুকায়িত থাকে । ঠিক যেমনটি মোনালিসার রহস্যময় মুচকি হাসির জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পেইন্টার হয়ে গিয়েছিলেন লিওনার্দোডা ভিঞ্চি । পেইন্টিংটার মুল আকর্ষন ছিলো তার চোখে আর মুখে । তার মুখের দিকে তাকালে একবার মনে হবে মোনালিসা খুব খুশী হয়ে আছেন আবার তাকালে মনে হবে সে দুক্ষের মধ্যে আছে । এই রহস্যময়তা আজ পর্যন্ত কেউই ভেদ করতে পারেননি ।
ঠিক এমনি একটা ঘটনা চিন্তা করুন তো । আপনি ঘরে নিয়ে এসেছেন এক অদ্ভুত রহস্যময় পেইন্টিং যা আপনার ঘরে রাখার পর থেকেই আজব এক ব্যাপার ঘটতে শুরু করলো আপনার সাথে । একবার মনে হচ্ছে আপনার কাছে যে পেইন্টিংটা একদম ঠিক আছে । আবার মনে হচ্ছে আপনি হারিয়ে যাচ্ছেন একটা অদ্ভুত জগতে । আবার মনে হচ্ছে আপনার নজরবন্দী করে ফেলছে এই পেইন্টিংটা ।একবার ভাবুন তো এমন একটা পেইন্টিং এর কথা যা আপনার রাখার পর থেকেই আপনার ঘরের রহমত সব নষ্ট হতে শুরু করেছে । কি করতেন আপনি তখন ? ঠিক এমনি একটা রহস্যময় পেইন্টিং এর ঘটনা নিয়ে গড়ে উঠবে ভৌতিক কথা সিজন ৩ এর ৩য় পর্ব । ভৌতিক কথার হোস্ট জেফরী ভাই বলেন - দেখুন আমি সব সময় খুজে বেরাই সবচেয়ে ইউনিক আর ইন্টারেস্টিং সব ঘটনা । যা আমার ফ্যান ফলোয়ারদেরকে দেবে অদ্ভুত আর রহস্যময়তা এবং সাথে দিবে ভয়ংকর সব অনুভুতি । আর এমনি অদ্ভুত ঘটনা সার্চ করতে করতে পেয়ে গেলাম রহস্যময় একটা তৈলচিত্রের ঘটনা । আমি নিজেই আজ রাতে স্টোরি টেলার হয়ে আপনাদের ঘটনা শোনাবো । আশা করি সবার ভালো লাগবে । আজ রাত ঠিক ১১টায় সম্প্রচারিত হবে ভৌতিক কথা সিজন ৩ এর এপিসোড ৩ । রেডিও শহরের পক্ষ থেকে জেফরী ভাই এর এই হরর সিরিজটির প্রতি সাধুবাদ জানাই। আমাদের এক মাত্র চাওয়া জেফরী ভাই এর এই ভৌতিক কথা শো বহুদুর এগিয়ে যাক ।
নীচে লিংক দেয়া হলো যারা যারা নতুন তারা অবস্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ।
-রেডিও শহর প্রতিনিধি
1xbet - No 1xbet Casino | Live dealer casino online
ردحذف1xbet is a gri-go.com reliable casino site that offers a หารายได้เสริม great casino 1xbet 먹튀 games from the best software providers for the communitykhabar regulated gambling markets. Rating: 8/10 · Review by a Tripadvisor septcasino.com user · Free · Sports
إرسال تعليق