দেশে তাপমাত্রা কমবে কিন্তু একই সাথে বাড়বে প্রবল বৃষ্টিপাতের প্রবণতা | Weather Update | Radio Shohor

দেশে তাপমাত্রা কমবে কিন্তু একই সাথে বাড়বে প্রবল বৃষ্টিপাতের প্রবণতা | Weather Update | Radio Shohor

 



দেশে কিছু কিছু এলাকার তাপমাত্রা আগামী কদিনের মধ্যে আরো কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আর এছাড়া আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রচন্ড বৃষ্টিপাত, বজ্রপাত এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে । 

আবহাওয়া অফিস থেকে আরো জানানো হয় সীতাকুন্ড, রাংগামাটি, চাঁদপুর, নোয়াখালী , সীলেট সহ দেশের আরো কয়েক্টী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী তাপমাত্রা বয়ে যাচ্ছে । 

দেশে সারাদিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং কিছু কিছু জায়গায় বজ্রপাত হতে পারে । এছাড়া আগামী ৭২ ঘন্টার আবহাওয়া পুর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস।  

রিপোর্টার - আবিদ 

Post a Comment

أحدث أقدم