টিকটক করা নিয়ে ঝগড়া অতঃপর স্ত্রীকে খুন | TikTok | BD News | Radio Shohor

টিকটক করা নিয়ে ঝগড়া অতঃপর স্ত্রীকে খুন | TikTok | BD News | Radio Shohor

 



বাগেরহাটে টিকটক করা নিয়ে ঝগড়া অতঃপর স্ত্রীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পরন করেছেন স্বামী । ঘটনাটি ঘটেছে গেলো শনিবার রাতে । শনিবার রাতে দর্শনি উপজেলায় এই ঘটনাটি ঘটে । স্বামির নাম ছিল শান্ত । শান্ত জানায় স্ত্রির টিকটক ব্যাবহার খুব অপছন্দ করতেন তিনি । এই নিয়ে প্রায় সময়ই ঝগড়া লাগতো  তাদের মাঝে।  ঘটনার বেশ কয়েকদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া চললে গত শনিবার রাতে তার স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করেন শান্ত এবং এর পর থানায় ফোন দিয়ে আত্মসমর্পন করেন শান্ত । পুলিশ পড়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং স্বামীর বিরুদ্ধে মাম্লাও হয়েছে । 

স্টাফ
 রিপোর্টার- শাহরিয়ার  

Post a Comment

أحدث أقدم