(ছবিঃ তসলিমা নাসরিন এশিয়ান নিউজ থেকে সংগৃহীত)
লেখিকা তসলিমা নাসরিন অবশেষে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন তিনি ভারতে বসবাসরত রয়েছেন । কিন্তু তার হটাৎ করে করোনাভাইরাস এ আক্রান্ত হওয়ায় তিনি নিজে খুবই অবাক হয়েছেন । এবং এই অবাক হয়েই তিনি টুইটারে একটি টুইট করে জানান যে, গত ১ বছর এ তিনি না বাসা থেকে খুব একটা বের হয়েছেন না কাউকে তার বাসায় আস্তে দিয়েছেন । তাহলে কিভাবে সম্ভব যে তিনি এই প্রানঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
নীচে তার টুইট এর অংশটুকু দেয়া হলো
i haven't stepped out of my home for more than a year. Didn't allow anyone to enter my home. i was alone with a cat. And then i caught covid-19. Wish i knew how i caught it. ☹️
— taslima nasreen (@taslimanasreen) May 9, 2021
তবে তারা টুইট এ তিনি তার শারিরীক অবস্থার ব্যাপারে কিছুই জানাননি ।
রিপোর্টার - মিলন হোসেইন
Post a Comment