অবশেষে বিয়ে করতে যাচ্ছেন (দঙ্গলকন্যা) সানিয়া মালহোতরা | Sanya Malhotra | Showbiz | Radio Shohor

অবশেষে বিয়ে করতে যাচ্ছেন (দঙ্গলকন্যা) সানিয়া মালহোতরা | Sanya Malhotra | Showbiz | Radio Shohor

 

(ছবিঃ সানিয়া মালহোত্রা গুগল থেকে সংগ্রহ)

অবশেষে বিয়ের পিড়িতে বসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন দঙ্গলকন্যা সানিয়া মালহোতরা । আর এজন্যই তার জন্য পাত্রের সন্ধানে আছেন তিনি এবং একই সাথে তিনি খোলাসা করেছেন সানিয়া । সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সানিয়া মালহোত্রা অভিনিত "পাগলাইত" । এই সিনেমা একই সাথে দুর্দান্ত সাফল্য নিয়ে আসে সানিয়ার ক্যারিয়ারে । এবং এই ছবি মুক্তির পর থেকেই নানা ভাবে চর্চায় এবং মিডিয়া গসিপ এ আছেন সানিয়া মালহোত্রা । এই ছবিতে বিধবা নারীর চরিত্রে তার অভিনয় দারুনভাবে প্রসংশিত হয়েছিলো । আর এখন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী চর্চায় এসেছেন তারা ব্যাক্তিগত কারণে । 


(ছবিঃ সানিয়া মালহোত্রা ইন্সটাগ্রাম)
সানিয়া মালহোত্রা জানান তিনি এই মুহুর্তে একেবারেই সিংগেল আর বিয়ের জন্য একেবারেই প্রস্তুত। এক সাক্ষাতকারে তিনি জানান, ‘এটা খুবই ব্যক্তিগত প্রশ্ন। তবু্ও বলতে চাই যে আমি একা। আর বিয়ের জন্য আমি প্রস্তুত আছি। তবে এ বিষয়ে আমার মনে অনেক সংশয় আছে। আমি হামেশাই আমার বন্ধুদের এ ব্যাপারে প্রশ্ন করতে থাকি। বন্ধুরা সবার আগে আমার মনের সব সংশয় দূর করার কথা বলে।’ সেই সাক্ষাতকারে তাকে আরো জিজ্ঞেস করা হয় " কেমন জীবনসংগী পছন্দ আপনার" উত্তরে তিনি জানান "সবার আগে একজন ভালো মানুষ এবং উদার মনের মানুষ দরকার । কারন আমি নিজেও উদার প্রকৃতির মানুষ । আর আমার জীবন সংগী আমার মত হলে সত্যি দারুন হবে । তিনি সেই সাক্ষাতকারে আরো বলেছেন সবার উদ্দেশ্যে - আমার এই সাক্ষাতকার যারা যারা পড়েছেন তারা আমার জন্য পাত্র খুজবেন আশা করি ।
সানিয়াকে খুব শিঘ্রই দেখা যাবে লাভ হোস্টেল নামক সিনেমায় ।
সুত্রঃ

Post a Comment

নবীনতর পূর্বতন