নাম তার সোহানুর রহমান সোহান। না গুনী পরিচালক সোহানুর রহমান সোহান না।
তিনি নবীন অভিনেতা,মডেল,উপস্থাপক সোহানুর রহমান সোহান।ছোট বেলায় শালমান শাহ এর অভিনয় দেখতেন আর ভাবতেন তার মতো আমাকেও একদিন মানুষ চিনবে। যেই শপ্ন সেই পথেই হাটছেন তিনি। তার কাজের থলিতে যোগ হয়েছে এর মধ্যে বেশ কিছু কাজ। তার কাজের শুরুটা অল্প কিছুদিন হলেও এর মধ্যে করে ফেলেছেন বেশ কিছু কাজ। শুরুটা ছিলো উত্তম আকাশ পরিচালিতো প্রেম চোর ছবির মধ্য দিয়ে। তারপরে সিডি ভিশনের হাত ধরে গুটি গুটি পায়ে চারটি মিউজিক ভিডিও, পনেরটার উপরে ট্রাবেল ডকুমেন্টারি শো।
(ছবিঃ তরুন অভিনেতা সোহানুর রহমান সোহান)তার নাটকের শুরুটা ছিলো মিলন বড় ভুইয়া পরিচালিতো নাটক সাইলেন্ট প্রপোজে এর মধ্য দিয়ে, করেছেন বাক প্রতিবন্ধীর অভিনয়। যা গতো ঈদে দিপ্ত টিভিতে প্রচারিত হয়েছিলো এবং ব্যাপক সারা ফেলেছিলো । তার অভিনয়ে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলো।
তারপরে অভিনয় করেছেন স্মেক আজাদ পরিচালিতো পাঁচটি নাটক, চার টি শর্ট ফ্লিম, দুটি মিউজিক ভিডিও তে। এছাড়াও করেছেন হিরো পার্টস, ইউসিবি ব্যাংকের ওবিসি তথা অনলাইনে কমার্শিয়াল আরো অনেক কিছুই । আর এছাড়া স্ম্যাক আজাদের নাটক কারওয়ান বাজার নাটকেও তাকে দেখা যায় একটা ভাইটাল ক্যারেক্টারে ।
আরও কিছু সারপ্রাইস নিয়ে আসবেন পৃথিবী সুস্থ হলে। সবশেষে তিনি বলেছেন 'করনা মহামারী আমাদের জয় করতে হবে সাবধানে থাকতে হবে রাখতে হবে মনোবল'।
আমাদের রেডিও শহরের পক্ষ থেকে তার জন্যে অনেক শুভ কামনা এবং আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। - রেডিও শহর
Post a Comment