মিডিয়াতে তিনি "স্মার্ট ভিলেইন" হিসেবেই আত্মপ্রকাশ করতে চান | Rising Star | Radio Shohor

মিডিয়াতে তিনি "স্মার্ট ভিলেইন" হিসেবেই আত্মপ্রকাশ করতে চান | Rising Star | Radio Shohor


(ছবিঃ তরুন অভিনেতা সোহানুর রহমান সোহান)

 নাম তার সোহানুর রহমান সোহান। না গুনী পরিচালক সোহানুর রহমান সোহান না। 

তিনি নবীন অভিনেতা,মডেল,উপস্থাপক সোহানুর রহমান সোহান।ছোট বেলায় শালমান শাহ এর অভিনয় দেখতেন আর ভাবতেন তার মতো আমাকেও একদিন মানুষ চিনবে। যেই শপ্ন সেই পথেই হাটছেন তিনি। তার কাজের থলিতে যোগ হয়েছে এর মধ্যে বেশ কিছু কাজ। তার কাজের শুরুটা অল্প কিছুদিন হলেও এর মধ্যে করে ফেলেছেন বেশ কিছু কাজ। শুরুটা ছিলো উত্তম আকাশ পরিচালিতো প্রেম চোর ছবির মধ্য দিয়ে। তারপরে সিডি ভিশনের হাত ধরে গুটি গুটি পায়ে চারটি মিউজিক ভিডিও, পনেরটার উপরে ট্রাবেল ডকুমেন্টারি শো। 

                                         (ছবিঃ তরুন অভিনেতা সোহানুর রহমান সোহান)

তার নাটকের শুরুটা ছিলো মিলন বড় ভুইয়া পরিচালিতো নাটক সাইলেন্ট প্রপোজে এর মধ্য দিয়ে, করেছেন বাক প্রতিবন্ধীর অভিনয়। যা গতো ঈদে দিপ্ত টিভিতে প্রচারিত হয়েছিলো এবং ব্যাপক সারা ফেলেছিলো । তার অভিনয়ে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলো। 

 (ছবিঃ নাটক সাইল্যান্ট প্রপোজ এর দৃশ্যে তরুন অভিনেতা সোহানুর রহমান সোহান)

তারপরে অভিনয় করেছেন স্মেক আজাদ পরিচালিতো পাঁচটি নাটক,  চার টি শর্ট ফ্লিম, দুটি মিউজিক ভিডিও তে।  এছাড়াও করেছেন হিরো পার্টস, ইউসিবি ব্যাংকের  ওবিসি তথা অনলাইনে কমার্শিয়াল আরো অনেক কিছুই । আর এছাড়া স্ম্যাক আজাদের নাটক কারওয়ান বাজার নাটকেও তাকে দেখা যায় একটা ভাইটাল ক্যারেক্টারে । 

 

(ছবিঃ নাটক কারওয়ান বাজার নাটক এর দৃশ্যে তরুন অভিনেতা সোহানুর রহমান সোহান)

তার সমসাময়িক কাজের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,এই ঈদে আসছে  সুমিত্র গোষ ঈমন পরিচালিত নাটক ফাইসা গেছি, এস আই সোহেল পরিচালিত ভালবাসার প্রতিদান যা পাওয়া যাবে সিডি ভিশনের অফিসিয়াল ইউটিউব ও ফেইসবুক পেইজে। করোনা মহামারীর কারনে কিছু কাজ অফ হয়ে রয়েছে। তিনি আরো বলেন কোলকাতার একটা ওয়েব সিরিজ এর অভিনয়ের ব্যাপারে তার সাথে কথা চলছে একটা বিখ্যাত কোম্পানির । 

                                         (ছবিঃ তরুন অভিনেতা সোহানুর রহমান সোহান)

আরও কিছু সারপ্রাইস নিয়ে আসবেন পৃথিবী সুস্থ হলে। সবশেষে তিনি বলেছেন 'করনা মহামারী আমাদের জয় করতে হবে  সাবধানে থাকতে হবে রাখতে হবে মনোবল'। 

 
(ছবিঃ তরুন অভিনেতা সোহানুর রহমান সোহান)

আমাদের রেডিও শহরের পক্ষ থেকে তার জন্যে অনেক শুভ  কামনা এবং আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। - রেডিও শহর 

Post a Comment

Previous Post Next Post