অতপর অনেক অনেক অপেক্ষার পর শুরু হলো এখনকার সময়ে বাংলাদেশের অন্যতম হরর সিরিজ ভৌতিক কথা সিরিজ এর সিজন -৩ । ভয়ের এই প্রোগ্রামটির হোস্ট হিসেবে বরাবরের মতই ছিলেন সবার প্রিয় হোস্ট জেফরী খান ভাই । কিন্তু এই ভয়ংকর এই সিরিজটিতে এই প্রথম একটা আমুল পরিবর্তন এসেছে । আর তা হলো - ভৌতিক কথা প্রতি শুক্র এবং শনিবার রাত ১১-৫৫ তে লাইভ হতো । কিন্তু সিজন ৩ থেকে ভৌতিক কথা শুধু মাত্র শুক্রবার রাত ১১টায় সম্প্রচারিত হবে রাত ঠিক ১১টায় । অনেকেই এই সময় পরিবর্তন এর ব্যাপারটা জানতে চাইলে জেফরী ভাই জানান, দেখুন আমি চেয়েছি যে আমার এই ভৌতিক শোটি প্রত্যেক্টা মানুষ উপোভগ করুক । আর শুক্রবার হলো এমন একটা দিন যে দিন এ অনেক অনেক হরর সিরিজ, অনেক হরর প্রোগ্রাম একই সাথে অনেক চ্যানেল এ সম্প্রচার করা হয় । আর এই জন্যই আমি চেয়েছি মানুষ যেন অন্য কোন হরর প্রোগ্রাম শুনতে গিয়ে আমার প্রোগ্রাম যেন মিস না করে । আর একারনেই আমি সময় টা একটু পরিবর্তন করে ১২ টার জায়গায় ১১টায় লাইভ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি । আশা করি আমার যত ফ্যান ফলোয়ার এবং সুভাকাংখী রয়েছে সবাই এই সিদ্ধান্ত কে সমর্থন করেছে।
ইতিমধ্যে গত কাল রাত ১১টায় ভৌতিক কথা সিরিজ এর এপিসোড ১ সম্প্রচারিত হয়েছে । দুর্দান্ত কিছু ঘটনা ছিলো সিফাত ভাইয়ের সিলেট এর চা বাগানের ঘটনা এবং অনিমেষ চ্যাটার্জির নতুন ঘটনা সবাই অনেক বেশী পছন্দ করেছেন ।
নীচে ভৌতিক কথার সিজন ৩ এর প্রথম এপিসোড এর লিঙ্ক দেয়া হলো
একটি মন্তব্য পোস্ট করুন