(ছবিঃ অর্পিতা মজুমদার)
নাম অর্পিতা মজুমদার , বয়স মাত্র ১৮ বছর । তিনি প্রেম করে বিয়ে করেছিলেন সবুজ রায় নামক এক ছেলেকে । পিরোজপুরের সরুপকাঠীতে বিয়ের ঠিক ৩ মাসের মাথায় বিষপান করে আত্তহত্যা করেন অর্পিতা । এর কারণ হিসেবে জানা যায় শশুরবাড়ীর নির্যাতনে তিনি এমন কাজ করেছেন । পুলিশ আত্তহত্যার প্রোরোচনার মামলায় শশুর শৈলেন্দ্রনাথসহ আরো ২ জনকে গ্রেপ্তার করেন ।
মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠীর সদর উপজেলার লিটন মজুমদারের মেয়ে অর্পিতা শৈলেন্দ্রনাথের ছেলে সবুজ রায় বিয়ে করেন প্রেম করে । মেয়ের পরিবার গরীব হওয়াতে প্রথমের দিকে অমত দেয় ছেলের পরিবার । পরবর্তীতে এলাকাবাসীর চাপে বিয়েতে রাজী হয় তার বাবা মা । আর এর পর থেকেই শুরু হয় অর্পিতার ওপর নির্যাতন । শশুরবাড়ীর সকল লোকজন নির্যাতন করতো অর্পিতার ওপর ।, সবুজও তার স্ত্রীকে নির্যাতন করতে যোগ দেয় । বুধবার স্বামী, শশুর এবং শাশূরী তাকে মারধর করলে বিষপান করেন অর্পিতা মজুমদার । সকাল এ তাকে ইমার্জেন্সিতে হাসপাতালে নেয়া হয় । অতঃপর শুক্রবার সকাল এ তার মৃত্যু ঘটে ।
সূত্র - কালের কন্ঠ
Post a Comment